মাঝপথে বিমান নামিয়ে দিয়ে বলল, ‘এবার বাসে যান’

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : ঠিকঠাকভাবেই দুবাইয়ের বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল পাকিস্তানের একটি বিমান। গন্তব্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান বিমানবন্দর। কিন্তু মাঝপথে শুরু হলো গড়বড়। ঘন কুয়াশার কারণে ঠিকভাবে দেখা যাচ্ছিল না কিছুই। ফলে বাধ্য হয়েই লাহোর শহরে নামাতে হলো বিমান। যাত্রীদের বলা হলো, ‘এবার আপনারা বাসে করে যার যার গন্তব্যে চলে যান।’

বার্তা সংস্থা পিটিআই জানায়, বিমান কর্তৃপক্ষের ওই অনুরোধের পর বেশ চটে যান যাত্রীরা। জানান, বিমান থেকে একচুলও নড়বেন না তাঁরা। তাই উপায় না দেখে বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে দেন বিমানের কর্মীরা। এতে একপর্যায়ে শিশুসহ অনেক যাত্রী শ্বাসপ্রশ্বাস সমস্যায় পড়েন।

লাহোর বিমানবন্দর থেকে রহিম ইয়ার খান বিমানবন্দরের দূরত্ব ৬২৫ কিলোমিটার।

ওই বিমানের কয়েকজন যাত্রী জানান, লাহোরে বিমান অবতরণের পর তাঁরা চালককে মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ করেন। রহিম ইয়ার খান থেকে মুলতানের দূরত্ব ২৯২ কিলোমিটার। কিন্তু তাঁদের অনুরোধে ঝুঁকি নেননি চালক। অগত্যা বাসেই বাকি পথ পাড়ি দিতে হয় তাঁদের।-এনটিভি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন