ভবানীগঞ্জে মামুন ভূঁইয়ার গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে যাচ্ছে। প্রার্থীরা উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের জাহির করতে ব্যস্ত সময় পার করছেন।

 

ভবানীগঞ্জে একাধিক প্রার্থীর মধ্যে মামুনুর রশিদ ভূঁইয়ার প্রচারণায় রয়েছে ভিন্নতা। ডিজিটাল সাউন্ট সিস্টেমে একাধিক গানের মাধ্যমে তার ঘোড়া মার্কা প্রতীকে চলছে প্রচারণা। এতে আকৃষ্ট হচ্ছে ভোটাররা।

 

মামুন ভূঁইয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

এদিকে ভবানীগঞ্জ বাজার, চৌরাস্তা, ওয়াবদা অফিস ও সুতারগোপ্টাসহ ইউনিয়ের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন মামুনুর রশিদ ভূঁইয়া। তার গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অংশ নিচ্ছেন। সাড়া মিলছে সকল শ্রেণি-পেশার মানুষের। গণসংযোগে মানুষের উপস্থিতিও লক্ষ্যনীয়।

বক্তব্যে স্বতন্ত চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, আমার নির্বাচনী গণসংযোগে টাকা দিয়ে মানুষ জড়ো করি না। মানুষের বিবেক থেকেই তারা আমার নির্বাচনীয় গণসংযোগে স্বতঃফূর্তভাবে সাড়া দিচ্ছেন। নিরপেক্ষ ভোটে বিপুল ভোটে বিজয় হবেন বলে তার প্রত্যাশা।

প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ভবানীগঞ্জসহ লক্ষ্মীপুর সদর উপজেলা ১৫টি ইউনিয়নে ভোট হবে। এ ইউনিয়নের ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট দেবেন। মামুন ভূঁইয়া ছাড়াও এ ইউনিয়নে আরও ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন