ভবানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. শরীফ (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় ওই যুবক বিদ্যুৎচালিত স্যালো পাম্পের পানি দিয়ে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানায় স্থানীয়রা। নিহত শরীফ চরমনসা গ্রামের নুর নবীর পুত্র। সে পেশায় একজন শ্রমিক।

 

স্থানীয়রা জানায়, চরমনসা গ্রামের সওদাগর বাড়ির ওসমান ড্রাইভার তার পুকুর থেকে একটি স্যালো পাম্পের সাহায্যে ফসলি জমিতে পানি সেচ করেন। সন্ধ্যায় ওই পাম্পের পানি দিয়ে গোসল করতে যান শরীফ। এ সময় তিনি পাম্পের বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলেও ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেনি।

 

তবে স্থানীয়দের অভিযোগ, স্যালো পাম্পের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে শরীফের মৃত্যু হয়েছে। পাম্পের মালিক ওসমান স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে আপোষ মিমাংস্যার মাধ্যমে মৃতদেহ দাফনের প্রক্রিয়া করছে বলে জানা গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন