ভবানীগঞ্জে আ.লীগের সাবেক নেতারা মাঠে, দায়িত্বপ্রাপ্তরা নিস্কৃয়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতারা সক্রীয়ভাবে দলীয় সকল অনুষ্ঠান করে যাচ্ছে। দলকে সুসংগঠিত করতে প্রতিনিয়ত কাজ করছে তারা। এদিকে নিস্কৃয় থাকার অভিযোগ রয়েছে বর্তমান নেতাদের বিরুদ্ধে। এতে ক্ষুদ্ধ দলের সাধারণ নেতাকর্মীরা।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে শহীদ রবীন্দ্র চত্তরে বিজয় দিবসে শহীদদের স্বরণে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে সাবেক নেতারা।

 

ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগর সাবেক সভাপতি আবদুল হালিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবকে সাধারন সম্পাদক ফজলুর রহমান ঢালী, ইউনিয়ন পরিষদের চেয়্যারমান সাইফুল হাসান রনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূইয়া, সাবকে সহ-সভাপতি ও ইউপি সদস্য মানিক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, সহ-সভাপতি রুবেল হাওলাদারসহ দলীয় সাবেক নেতাকর্মীরা।

 

বক্তরা বলেন, রাতের আধাঁরে জেলা নেতাদের মাধ্যমে বর্তমান কমিটি হয়েছে। এ কমিটির অনেক নেতাই আওয়ামী লীগ কখনো করেনি। হঠাৎ নেতা হয়েছে। তবে যারা দুর্দিনে দলের জন্য শ্রম-গাম দিয়েছে আজ তারা কমিটিতে নেই। বিএনপির ক্ষমতার আমলে ভবানীগঞ্জের যেসব আওয়ামী লীগ নেতারা নির্যাতিত হয়েছে এখনো তারা অবহেলিত। দল তাদেরকে মূল্যায়ন করছেনা। বর্তমান কমিটির কোন কার্যক্রম নেই। তারা এলাকায় থাকে কিনা তাও জানা নেই। দলকে সুসংগঠিত করতে সম্মেলনের মাধ্যমে সক্রীয় নেতাদেরকে কমিটিতে অন্তরভূক্ত করতে জেলা নেতাদের আহবান জানান অনুষ্ঠানের বক্তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন