ব্রাহ্মণবাড়িয়ার করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী নিলেন নমুনা!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়েও নুমনা সংগ্রহ করেছেন রোকেয়া বেগম রানু নামের এক স্বাস্থ্যকর্মী। নিজে নমুনা দেওয়ার পর দুই দিন পর্যন্ত, এমনকি করোনা পজিটিভ জানার পরও দুই ঘণ্টা তিনি নমুনা সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোকেয়া বেগম আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত কক্ষে নিয়মিত নমুনা সংগ্রহ করেন। গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বৃহস্পতিবার সকালে আসা ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। এর মধ্যেই গত দুদিন তিনি নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার ফলাফল জানার পরও তিনি নমুনা সংগ্রহের কাজে ছিলেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার নমুনার ফলাফল আসার পরপরই ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়। তবে গত দুই দিন তিনি নমুনা সংগ্রহের কাজে থাকলেও কারো সংস্পর্শে আসেননি। শুধু খাতায় এন্ট্রি করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন