বেলারুশ প্রেসিডেন্ট: সংবিধান সংশোধনের পর ক্ষমতা হস্তান্তর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ

ক্ষমতা হস্তান্তরে নজিরবিহীন চাপে রয়েছে বেলারুশ সরকার। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। তবে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো তোড়জোড়ই নেই এই প্রেসিডেন্টের।

বরং অনেকটা জোর করেই ক্ষমতায় থাকতে চাইছেন তিনি। এদিকে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

বেলারুশের সরকারি বার্তা সংস্থা বেল্টা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে জানিয়েছে, সংবিধান সংশোধনের পর তিনি সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করবেন। রাস্তায় বিক্ষোভ বা চাপের মুখে তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন।

রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নতুন একটি সংবিধানের পর ক্ষমতা হস্তান্তর করতে পারেন কিন্তু চাপের মুখে নয়। গত ৯ আগস্ট বিতর্কিত একটি নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে আবারও বিজয়ী ঘোষণা করা হলে বেলারুশে ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট শুরু হয়।

রাশিয়ার ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট ১৯৯৪ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। রোববার রাজধানী মিনস্কে বিরোধীদের ডাকা এক বিক্ষোভে হাজার হাজার মানুষ জড় হয়েছে যা স্বাধীন বেলারুশের ইতিহাসে আগে কখনই দেখা যায়নি।

এমনকি এই বিক্ষোভে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মীরাও। তারা সেন্সরশিপ এবং নির্বাচনের ফলাফলের প্রতিবাদ জানিয়েছেন। ফলে টেলিভিশনে পুরনো সব অনুষ্ঠানই পুনঃপ্রচার করতে দেখা গেছে। চলতি সপ্তাহে আরো বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।

পরাজিত বিরোধী প্রার্থী তিখানোভস্কিয়া বলেছেন, তিনি অস্থায়ী একটি সরকারের দায়িত্ব নিতে প্রস্তুত। অন্যদিকে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এক সমাবেশে তার সমর্থকদের দেশ ও স্বাধীনতা রক্ষার ডাক দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন