বেতন বকেয়া রেখে দৈনিক আলোকিত বাংলাদেশের ছাপা সংস্করণ বন্ধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ

হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদ কর্মীদের প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পাদক কাজী রকিকুল আলম জানান ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে আলোকিত বাংলাদেশের প্রিন্ট সংস্করণ।

প্রতিবাদে রাতেই রকিবুল আলমের ধানমন্ডির বাসার নিচে ভিড় করেন সাংবাদিক নেতারাসহ প্রতিষ্ঠানটির কর্মীরা। প্রজ্ঞাপনে অনলাইন সংস্করন চালু থাকার কথা বলা থাকলেও দীর্ঘ দিন ধরে বন্ধ আছে অনলাইন ভার্সনও।

বন্ধ করে দেয়ার আগাম সংবাদ না থাকলেও, তিন মাসের বেতন বকেয়া আছে সাংবাদিকদের। পাওনা বুঝে পাওনার দাবীতে প্রতি মাসেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বারবার প্রতিশ্রুতি দিয়েও, তা পরিশোধ করেনি মালিকপক্ষ। শুক্রবার শেষবারের মত বাজারে পাওয়া যাবে আলোকিত বাংলাদেশ পত্রিকাটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন