বিশ্বজুড়ে করোনায় মৃতদের অধিকাংশই পুরুষ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
A medical staff member takes the temperature of a man at the Wuhan Red Cross Hospital in China on Jan. 25. HECTOR RETAMAL/AFP via Getty Images

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন এক লাখ ৬৬ হাজারের কাছাকাছি। এক পরিসংখ্যানে দেখা গেছে, মৃতের সংখ্যায় আনুপাতিক হারে পুরুষদের সংখ্যাই বেশি।

 

বিবিসি জানায়, আক্রান্ত প্রতিটা দেশগুলোর পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সব জায়গাতেই আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি। এই পরিসংখ্যান বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে।

 

পুরো বিশ্বের কভিড-১৯ রোগের পরিসংখ্যান নিয়ে তথ্য দেয়া ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, শুধু নিউইয়র্ক সিটিতেই ১৪ এপ্রিল পর্যন্ত যে প্রায় ৬৬০০ জন মারা গেছে তার ৬২ শতাংশই পুরুষ। এমনকি যাদের দেহে হাইপারটেনশন, ডায়াবেটিস বা হৃদ্‌রোগের কোনো লক্ষণ ছিল না তাদের ক্ষেত্রেও প্রতি একশজন মৃতের ৭২ জনই ছিল পুরুষ।

 

এ ছাড়া চীনে যত নারী মারা গেছে তার প্রায় দ্বিগুণ সংখ্যক পুরুষ মারা গেছে দেশটিতে। ইতালিতে মোট মৃতের ৭০ শতাংশ পুরুষ। এমনকি দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে নারীরা বেশি সংক্রমিত হয়েছে (৬১ শতাংশ) সেখানেও মৃত্যু বেশি হয়েছে পুরুষের, প্রায় ৫৪ শতাংশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন