বিজয়ের ৪৯বছর উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ভার্চুয়াল কনসার্ট অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৪৯বছর উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ভার্চুয়াল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

সেইফ হসপিটাল বিজয়ের-৪৯ ভার্চুয়াল কনসার্ট শিরোনামে এ কনসার্ট লাইভ করে নবপত্র নিউজ ও রেডিও মেঘ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরতে অনুষ্ঠানে অতিথি হিসেবে মুক্তিযোদ্ধ ও বিজয় সম্পর্কে আলোচনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।

মেঘ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহাদ বিন বেলায়েতের উপস্থাপনায় গান পরিবেশন করেন পিঞ্জর ব্যান্ডের কন্ঠশিল্পী শান্তন দাস, তানিয়া রহমান টুম্পা ও আবদুর রহিম। প্যাডে ছিলেন, মো: বাতেন, কি-বোর্ডে আজিম হোসেন মাইকেল, গিটারে পার্থ মজুমদার ও আনোয়ার বাপ্পি।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন, মুক্তকন্ঠ ২৪ ডট কম, ব্রডকাস্টিং পার্টনার স্টুডিও মেঘ, সাউন্ড পার্টনার ত্রীনয়নী সাউন্ড সিস্টেম, ভেন্যু পার্টনার সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্ট ও সহযোগিতায় ছিলেন ডা: ইউসুফ মিলন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন