বিকালে জাতির উদ্দেশে ভাষণ দেবে মোদি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জুন, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ

সোমবার বিকেল পাঁচটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও অফিস থেকে টুইট করে এই বার্তা দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবাসীকে কী বার্তা দিতে চলেছেন তা নিয়ে উদগ্রীব সকলে।

এর আগে গত এপ্রিলে ভারতবাসীর মুখোমুখি হয়ে বার্তা রেখেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার করোনার টেউয়ে বেলাগাম সংক্রমণে বিধ্বস্ত ছিল গোটা ভারতে। জাতির উদ্দেশে ভাষণের আগে জল্পনা ছিল ফের কি ভারত জুড়ে জারি হবে লকডাউন? তবে ভাষণের শুরুতেই সাফ জানিয়ে দেন,’দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলোকে অনুরোধ করব, লকডাউনকে শেষ বিকল্প হিসেবে ভাবতে। তুলনায় মাইক্রো কনটেনমেন্ট জোনের দিকে নজর দেওয়া হোক।’ একইসঙ্গে করোনাবিধি মানার উপর জোর দেন। সেই ভাষণেই মোদি ঘোষণা করেন পয়লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত নাগরিককে টিকা দেওয়া হবে।

অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন