বিএনপিকে ঠেকাতে ৫ মিনিট লাগবে না : শামীম ওসমান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

‘আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে, সে তার বাবা-মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই, জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে। তারা সবাই সন্ত্রাসী। ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না, যদি জনগণ নির্দেশ দেয়।’

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের নির্বাচনী সভায় অংশ নিয়ে এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমার এলাকায় মঙ্গলবার ধ্বংসাত্মক কাজ চালানো হলো। ফতুল্লায় ১৩-১৪ পয়েন্টে মশাল মিছিল করল। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই।’

 

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সব শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না, সব শ্রেণি-পেশা ও দলমতের লোক থাকবে। আমার মূল টার্গেট মাদকসন্ত্রাস নির্মূল করা। যারা আমার মতো ৯০০ টাকার জন্য ফরম ফিলআপ করতে পারে না, সেসব ছাত্রের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য।’

তিনি বলেন, ‘বিএনপি ২০১৪ সালে স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এদিন দেখতে হতো না। এটা আমার সরকারের ব্যর্থতা।’

এ সময় উপস্থিত ছিলেনÑ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজু প্রমুখ।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন