নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ, সুস্থ বায়েজীদ ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৪:৩৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের এপিএস বায়েজীদ ভূঁইয়ার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

 

শনিবার (২৩ মে) রাতে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এরআগে ১০ মে তার করোনা পজেটিভ হয়। তারপর থেকে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

বর্তমানে তিনি শারীরিভাবে সুস্থ রয়েছেন। তবে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার নমুনা পরীক্ষায় আরেকটি নেগেটিভ আসতে হবে। কোভিন ইউনার হতে সে নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছেন তিনি।

 

জানা গেছে, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। এতে তারা কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভোগে। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বায়েজীদ ভূঁইয়া। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে ২৪ দিন ধরে তিনি এ কার্যক্রম অব্যাহত রেখেছেন। একই সময় তিনি গ্রাম-অঞ্চলের মানুষদের মাঝে ম্যাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। এতে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয়েছে তার। এ কারনে বায়েজীদ ভূঁইয়া করোনা পজেটিভ হয়।

 

জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, আমি এমপি স্যারের পক্ষে মানুৃষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এজন্য করোনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। বর্তমানে আমি সুস্থ আছি। পুরোপুরি সুস্থ হয়ে আবার মানুষের সেবায় কাজ করবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন