বাসার ছাদে বেড়ে উঠেছে কলেজছাত্রী তানজিমার পুদিনা পাতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ৬:২২ অপরাহ্ণ

পুদিনা পাতার সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। গুণে ভরা এই পাতা আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মুখের স্বাদ বাড়াতেও এটি খুব কার্যকর।
এই লকডাউনে তানজিমা তাজিম সাথী পরিচর্যা করে  বেড়ে তুলেছেন পুদিনা পাতা।

 

তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।


লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেন এ গাছগুলো।

 

সোমবার (৮জুন)বিকেলে তিনি এ পাতার বেশ কয়েকটি গুন সম্পর্কে জানান প্রতিবেদককে।

 

তিনি বলেন, পুদিনা পাতা পিষে রস করে তার ভেতর দু’তিন ফোঁটা লেবুর রস দিয়ে তা পান করলে ক্লান্তিভাব দূর হয়।পুদিনার তাজা পাতা পিষে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর যদি তা ধুয়ে ফেলা যায়, তাহলে মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যায়।

 

ব্রণ ওঠাও বন্ধ হয়। শরীরের ব্যথা দূর করতে পুদিনা পাতার চা খুব কাজে দেয়। মাথা ও পেট ব্যথা নিরাময়েও পুদিনার পাতা খুব উপকারী। যাদের মাঝে মধ্যে হেঁচকি ওঠে, তারা পুদিনা পাতার সঙ্গে গোল মরিচ পিষে তা ছেঁকে নিয়ে রসটুকু পান করতেও পরামর্শ দেন তিনি।

 

এ পাতা রোপনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি অনলাইন একটি পত্রিকায় পুদিনা পাতার গুনাগুন সম্পর্কে জেনেছি। তার পর থেকে বাজার থেকে এনে একটি বলতিতে মাটি ভরে তাতে রোপন করি। বৃষ্টি হওয়াতে পাতাগুলো সতেজ হয়ে উঠেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন