বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে বাহরাইনে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ

বাহরাইনে বাংলাদেশি নাগরিকদের বৈধ হওয়ার অথবা বাংলাদেশে ফিরে যাবার সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিরা এ সুযোগ পাবেন। সোমবার (২০ জুলাই) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভিজিট ভিসায় বাহরাইনে এসে যেসব বাংলাদেশি অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছিলেন তাদের বাহারাইন সরকার আগামী ২১ জুলাই পর্যন্ত বৈধ হওয়ার অথবা বাংলাদেশে ফিরে যাবার সুযোগ দিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাহরাইন সরকার এ সময়সীমা আরো তিন মাস বাড়িয়েছে। যারা ভিজিট ভিসায় বাহারাইনে এসে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছেন তাদের জন্য আগামী ২১ অক্টোবর পর্যন্ত বৈধ হওয়ার অথবা বাংলাদেশে ফিরে যাবার সুযোগ দেয়া হয়েছে। পাশাপাশি যাদের ভিজিট ভিসার মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি তাদের ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কোনো ধরনের ফি ব্যতীত তিন মাস বাড়িয়ে দেয়া হয়েছে।

ভিজিট ভিসায় যেসব বাংলাদেশি বাহারাইনে রয়েছেন তাদের বাহরাইন সরকারের দেয়া সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে এবং নির্ধারিত সময়ের ভেতরে বৈধ হওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন