বরিশালে কালবৈশাখী ঝড়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ

বরিশালে কালবৈশাখী ঝড়সহ ভারী বর্ষণ হয়েছে। এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর না পাওয়া গেলেও সাময়িক সময়ের জন্য জনজীবন বিপর্যস্ত হয়। রোববার দুপুরের দিকে এই কালবৈশাখী ঝড় হানা দেয়।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, রোববার বেলা ২টা ১০ মিনিটের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাসের বেগ কমলে বৃষ্টি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

এছাড়া বরিশালের বিভিন্ন উপজেলাতেও ঝড় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন