বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ১২:১১ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাচ্চু পঞ্চয়েত (৬০)
নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে

জানা গেছে,সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের সফি পঞ্চায়েতের ছোট ছেলে বাচ্চু পঞ্চায়েত(৬০)।তিনি ঢাকা ন্যাশনাল ব্যাংকে কর্মরত ছিলেন।তিনি গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডা ও জ্বরে ভুগছিলেন।তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।তারপর তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে আজ সকালে
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খান মুহা.সালামত উল্লাহ মুঠোফোনে জানান,সে ঢাকাতে কর্মরত ছিল সেখানে বসে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আমরা শুনেছি, কিন্তু আমাদের এখানে তার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন