বরখাস্তের গুঞ্জন ভিত্তিহীন: জেমি ডে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের কারণে প্রধান কোচ জেমি ডে বরখাস্ত হচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। একটি গণমাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির বরাত দিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে এই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ছুটিতে নিজে দেশে থাকা জেমি ডে।

তিনি গণমাধ্যমকে জানান, এমনটা কিছুই ঘটেনি। বরং তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকালেই বাফুফেকে দল নিয়ে ২০২১ সাল পর্যন্ত তার পরিকল্পনার কথা জানিয়েছেন। এই বিষয় নিয়ে বাফুফের সঙ্গে কোনো কথাই হয়নি।

জেমি ডে বলেন, আমি আজ সকালেই বাফুফেকে আমার পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছি। সংবাদ মাধ্যমে যেটা প্রচার করা হয়েছে সেটা ঠিক নয়। আমি যতদূর জানি বাফুফের সঙ্গে আমার সম্পর্কটা ভালো যেটা আগেও সবসময়ের জন্য ভালো ছিলো।

প্রসঙ্গত, কাতারের বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে দেশে ফেরেননি জাতীয় দলের প্রধান কোচ। ক্রিসমাসের ছুটি কাটাতে কাতার থেকে নিজ দেশে ফিরে গেছেন জাতীয় ফুটবল দলের এই ইংলিশ কোচ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন