বদলি হওয়া ২৮ দুদক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ জুন, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বদলি হওয়া ১৪ জন উপ-পরিচালক ও ১৪ জন সহকারী পরিচালককে বিদায় সংবর্ধনা দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।

বুধবার (১৫ জুন) দুদকের মিনি কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। এ সময় ডুসার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডুসা সভাপতি মো. মশিউর রহমান বলেন, বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ডুসার সদস্য ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রধান কার্যালয়ে তাদের ওপর কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করতে যেভাবে ভূমিকা রেখেছেন, জেলা কার্যালয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন।

তিনি বলেন, নীতি ও আদর্শকে বুকে ধারণ করে বদলি হওয়া উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা জেলায় সাধারণ জনগণের সেবা করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে ডুসার সাধারণ সম্পাদকসহ অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বদলি হওয়া কর্মকর্তাদের ডুসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

গত ১ জুন দুদক উপ-পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ে ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন