বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লক্ষ্মীপুর পৌর মেয়রের শ্রদ্ধা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত নতুন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। শুক্রবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে দলীয় নেতাকর্মী ও পৌরবাসীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ বাবর, মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক এডভোকেট জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান, সাবেক ছাত্রীগ নেতা নজরুল ইসলাম ভূলু, সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অবদান। সোনার বাংলা গড়ে তোলা ছিল তার স্বপ্ন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতেও কাজ করে যাবেন বলে জানান তিনি।

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে প্রথমবারের মত লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩৭৭০৪ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জহিরুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫১৮ ভোট।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন