ফেসবুকের কাছে ২৯৮ আইডির তথ্য চেয়েছে সরকার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মে, ২০২০ ২:১১ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ২০১৯ সালের শেষ ছয় মাসে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে মোট ২৯৮টি আইডি সম্পর্কে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এগুলোর মধ্যে ফেসবুকের প্রাইভেসি পলিসি রক্ষা করে প্রায় ৪৫ শতাংশ বা ১৩৪ টি আইডির তথ্য দিয়েছে তারা।

সম্প্রতি ২০১৯ সালের শেষ ছয় মাস বিভিন্ন দেশকে সহযোগিতার বিষয়ে তুলে ধরে কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ এর শেষ ছয় মাসে ফেসবুকের কাছে তথ্য চেয়ে মোট ১৭৯টি আবেদনের মাধ্যমে ২৯৮ অ্যাকাউন্টের তথ্য চায় বাংলাদেশ। এর মধ্যে ৯৫টি আবেদন করা হয় জরুরি প্রয়োজনে আর ৮৪টি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে।

ফেসবুক বলছে, বাংলাদেশ সরকারের আইনি প্রক্রিয়া সংক্রান্ত ৮৪টি আবেদনের প্রেক্ষিতে ৪১ শতাংশ তথ্য সরবরাহ করেছে ফেসবুক। জরুরি ৯৫টি তথ্যের বিপরীতে কেবল ৫০ শতাংশই সরবরাহ করেছে ফেসবুক। গড়ে বাংলাদেশ সরকারকে তথ্য সরবরাহের হার ৪৫ শতাংশ বলে জানায় ফেসবুক।

একই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ফেসবুকের কাছে মোট ১২৩টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল। এগুলোর মধ্যে মোট ৪৩ শতাংশ তথ্য সরবরাহ করেছে ফেসবুক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন