ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ মে, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ

মোহনানিউজ: নানা আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আজ  বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনরা অংশ নেন।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান, পৌর মেয়র মাহফুজুল হক, থানার ওসি মো. শাহ আলম, জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম এবং শেখ মো. সেলিম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ, সাবেক সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি নুরুন্নবী রোমান।  অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ফারুক আহম্মদ।

সুধী সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে মহান পেশা। নীতি এবং নৈতিকতা মেনে এই পেশায় কাজ করলে সমাজের অসঙ্গতিগুলো খুব সহজেই দূর করা সম্ভব। এই ক্ষেত্রে সাংবাদিক তথা গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘অতীতের চেয়ে দেশে সাংবাদিকতার মান এখন অনেক সমৃদ্ধ হয়েছে।’ সাংবাদিক সমাজের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের জীবনমান বাড়াতে সরকার বেশ আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ২৫ বছর পূর্তি  উদযাপন উপলক্ষে বিসিডিজেসির সহযোগিতায় এবং প্রেস ক্লাবের নিজস্ব আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু হয়। এতে প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. সরদার এম আনিছুর রহমান, সাংবাদিক সুজন মেহেদী, সাংবাদিক এ এন এম গোলাম কিবরিয়া। কর্মশালায় উপজেলা পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৮ জন সাংবাদিক অংশ নেন।

অন্যদিকে, আগামীকাল শুক্রবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন