প্রধানমন্ত্রীর জন্মদিনে রায়পুরে সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে লক্ষীপুরের রায়পুরে ৬০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে রায়পুর অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

 

জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ মিন্টু ফরায়েজী প্রমুখ।

 

জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হতদরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য জেলা পরিষদ সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে রায়পুরের বিভিন্ন গ্রামের ৬০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করেন। দেশে বেকারত্ব দূর ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও এ ধারা অব্যাহত রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন