প্রতিমন্ত্রী পলকের ঘোষণার ২৪ ঘণ্টায় চাঁদাবাজি বন্ধ !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০১৯ ১১:২৪ পূর্বাহ্ণ

সিংড়ায় পরিবহন সেন্টারে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের উৎখাত করা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমন ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় চাঁদাবাজি বন্ধ করল প্রশাসন।

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের ধরতে মাঠে নেমেছে সিংড়া উপজেলা প্রশাসন।

রোববার বিকাল ৫টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক কল্যাণ মালিক শ্রমিকের অবৈধ চাঁদা বন্ধ করে দেয়া হয়।

 

এ সময় সিংড়া বাসস্ট্যান্ডে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দক্ষিণ দমদমা এলাকার আনোয়ার হোসেন নামে এক ভ্যান শ্রমিককে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের এনএসআইর সহকারী পরিচালক ইকবাল হোসেন।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণার প্রতিফলন ঘটল। সিংড়া উপজেলায় আজ থেকে আর কেউ অবৈধভাবে টাকা আদায় করতে পারবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন