প্রতিদিন ১ লাখ মানুষকে খাবার দেবেন হৃতিক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য কিছুদিন আগে মিউনিসিপ্যাল কর্মীদের এন৯৫ ও এফএফপি৩ মাস্ক বিতরণ করেছিলেন হৃতিক রোশন। এবার অক্ষয়া পাত্রা নামে একটি সংস্থার সঙ্গে হাত মেলালেন বলিউডের এই সুপারস্টার।

এই সংস্থাটি মূলত ভারতের বিভিন্ন রাজ্যে বাড়িতে রান্না করা খাবার বৃদ্ধাশ্রম, দিনমজুর ও সুবিধাবঞ্চিতদের মাঝে সরবরাহ করে থাকে।

এবার এই সংস্থাটির সঙ্গে মিলেই ক্ষুদার্থদের খাবার জোগাবেন হৃতিক রোশন। তাই তাকে ধন্যবাদ জানিয়ে অক্ষয়া পাত্রার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ফাউন্ডেশনে যোগ দিয়েছেন সুপারস্টার হৃতিক। আমরা একসঙ্গে মিলে এখন থেকে প্রতিদিন এক লাখ ২০ হাজার মানুষের জন্য খাবার রান্না করে সেগুলো ভারতের বিভিন্ন বৃদ্ধাশ্রম, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করবো।”

যোগ করে আরও লিখেছে- ‘হৃতিক রোশনের এই সহযোগিতার জন্য আমরা তাকে স্যালুট জানাই। একইসঙ্গে গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাকে।’

এরপর হৃতিক রোশন তার টুইটারে লিখেছেন- ‘আমি চাই একজন মানুষও যেনো না খেয়ে রাত কাটায়। আর আপনারা হচ্ছেন সত্যিকারের হিরো।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন