পেঁয়াজের দাম কমে কেজি ১৬ টাকা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

দিনাজপুরের হিলিতে কমেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬ টাকায় আর দেশি পেঁয়াজ ২০ টাকায়। মঙ্গলবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে দুই থেকে চার টাকা কমে বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকায় এবং দেশি পেঁয়াজ তিন-পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। প্রতিদিন দাম কমাতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪১ ট্রাকে এক হাজার ১৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এদিন ভারতীয় পেঁয়াজ দুই-চার টাকা কমে কেজি প্রতি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮-২০ টাকায়; যা এর আগের দিন বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ তিন টাকা কমে বিক্রি হয়েছে ২৫ টাকা দরে। আমদানি বাড়ার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন