পুরো সিরিজেই উইকেট কিপিং করবে মুশফিক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মে, ২০২১ ২:২৭ অপরাহ্ণ

টেস্টে কিপিং গ্লাভস খুলতে হয়েছে মুশফিকুর রহিমকে।  টেস্টে তার কিপিং গ্লাভসটা এখন লিটনের হাতে।  টি-২০তেও এখন উইকেট কিপিংয়ে অনিয়মিত মুশফিকুর রহিম।

তবে ওয়ানডে ক্রিকেটে উইকেট কিপিং গ্লাভসটা মুশফিকুর রহিমের হাতে আছে।উইকেটের পেছন থেকে টিমমেটদের ফিল্ডিংয়ের নির্দেশনা দিচ্ছেন মুশফিকুর রহিম।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অবধারিত জয় বাংলাদেশ হাতছাড়া করেছে মুশফিকুর রহিমের ২টি রান আউট হাতছাড়া হওয়ায়।গত মার্চে নিউজিল্যান্ড সফরেও মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ৪’শ ডিসমিসালের মালিক (৩৮৪ ম্যাচে ৪০৪ ডিসমিসাল) মুশফিকুর রহিমকেই উইকেটের পেছনে নির্ভার মনে করেন ওয়ানডে অধিনায়ক তামিম-‘ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।’

মুশফিকুর রহিমের কিপিংয়ে খুশি বলে জানিয়েছেন তামিম- ‘ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে।’

মুশফিকুর রহিম পুরো সিরিজেই উইকেট কিপিং করবে বলে জানিয়েছেন তামিম-‘ আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহুর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুধু নয়, পুরো সিরিজেই কিপিং করবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন