পালিয়ে বিয়ে করলে এবার আশ্রয় দেবে পুলিশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ

প্রেম চলছে, এখন বিয়ে করা বড্ড প্রয়োজন! কিন্তু বাঁধ সেধেছে নিরস পরিবার। কেউ কেউ ভাবছেন, পালিয়ে বিয়ে করবেন। এখন থেকে এ বিষয়ে আর কোন চিন্তা নেই। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ।

 

হ্যাঁ, ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর এমনই এক অবাক করা ঘোষণা দিয়েছে। দেশটির পলাতক দম্পতিদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি ই বা হতে পারে ?

 

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে।

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই এই শেল্টার হোমের ভাবনা।

 

জঙ্গা শ্রীনিবাস রাও আরো বলেন, পুলিশের সদর দফতর থেকে রাজ্যের সব জেলার পুলিশকে এ বিষয়ে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

এ ছাড়া পলাতকদের সাহায্যের জন্য সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন