আনন্দ পরিবহনে কান্নার রোল: লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে আহত-৩৫

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০১৯ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-ঢাকা সড়কে আনন্দ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত ও স্বজনদের এ যেন এক কান্নার রোল।

সোমবার (২১ জানুয়ারি) সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা বাসটি সদর উপজেলার যাদৈয়া এলাকা পৌঁচলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। পরে আহত অবস্থায় প্রায় ৩৫ যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, রোকেয়া, নাজমা বেগম, আব্দুল্যা রাহাত, দুলাল মিয়া, আবুল বাশারসহ প্রায় ৩৫ জন। এছাড়াও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকজন।
জানা যায়, নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন