পানি সম্পদ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে আসছেন আজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে আজ সফরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) বারিধারাস্থ বাসবভন থেকে রামগতির উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নুর আলম স্বাক্ষরিত প্রতিমন্ত্রীর সরকারি সফরসূচি সূত্রে জানা যায়, জাহিদ ফারুক লুধুয়া বাজার এলাকায় নদীভাঙন এলাকা পরিদর্র্শন করবেন। পরে তিনি রামগতি উপজেলার সোনালীগ্রাম, বালুরচর ও চরআলগী এলাকায় মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন। বিকেল তিনটায় বরিশালের উদ্দেশ্যে মান্নাননগর ত্যাগ করবেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান ও সরকারি কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ জানান, চর আলগী এলাকায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হবে। এখানে তিনি মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং ভাঙ্গন কবলিত এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন