পাকিস্তানের বিশ্বকাপ দলে আমিরকে চান ওয়াসিম

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ মে, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ

গত ডিসেম্বরে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। পরে অবশ্য ফেরার ইচ্ছে জানিয়েছে এ তারকা দেন শর্ত। কিন্তু এখনও তার চাওয়া পূরণ হয়নি। তারপরও এ বাঁহাতি বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। এবার যেমন তাকে সামনে আনলেন সাবেক পেসার ওয়াসিম আকরাম। এ গ্রেট বলেছেন, আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আমিরকে রাখা উচিত পাকিস্তানের।

আমিরকে দলে না নেয়ায় পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন ওয়াসিম। তিনি বলেছেন,  ‘আমি খুবই বিস্মিত এতে। কারণ, আমির অনেক অভিজ্ঞ একজন বোলার, বিশ্বে টি-টোয়েন্টিতে সেরা বোলারদের একজন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওর পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত।’

বিশ্বকাপের দলে আমিরকে দেখতে চাওয়ার নেপথ্যে যুক্তিযুক্ত কারণও দেখিয়েছেন আকরাম, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনার অভিজ্ঞ বোলারদের দরকার হয়, যারা তরুণ বোলারদের বুদ্ধি-পরামর্শ দিতে পারবে।’

আকরাম যেখানে পাকিস্তানের সর্বকালের সেরা উইকেটশিকারি, আমির ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছিলেন। তবে ব্যপারটিকে খুব একটা সমস্যা মনে করছেন না ওয়াসিম, ‘অন্য অনেকেই তো এমন করেছে, কিন্তু তাদের নিয়ে তো কেউ কিছু বলে না। তাহলে শুধু আমিরকে নিয়ে এত কথা কেন? আমার মনে হয়, ও যদি (টেস্ট ছাড়া) অন্য সংস্করণে খেলতে চায়, সে ক্ষেত্রে ওর (সেসব সংস্করণের) পাকিস্তান দলে থাকা উচিত।’

অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ, কিন্তু এ মুহূর্তে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। অবস্থার উন্নতি না হলে বিশ্বকাপটা ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।  যদি তেমন হয়, পাকিস্তানের ভালো করার সম্ভাবনা আরও বাড়বে জানিয়ে আকরামের বিশ্লেষণ, ‘টি-টোয়েন্টি দলে আমাদের আরও কয়েকজন খেলোয়াড় লাগবে, যারা ম্যাচে প্রভাব ফেলতে পারে, যারা ব্যর্থতার ভয় ভুলে গিয়ে খেলতে পারবে। শুধু সে ক্ষেত্রেই আমরা ভালো করতে পারব।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন