পরিস্থিতি যেমনই হোক এবার হবে অলিম্পিক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মে, ২০২১ ২:২৩ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে যায় অলিম্পিক। তবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ টোকিওতে হওয়ার কথা এ বছরের জুলাইয়ে। কিন্তু ফের করোনা বৃদ্ধি পাওয়ায় এই বছরও অলিম্পিক হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, পরিস্থিতি যেমনই হোক এবার হবে অলিম্পিক।

সম্প্রতি আয়োজক দেশ জাপান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে তিনদিনের ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর আইওসির সহ-সভাপতি জন কোটস জানান, অবশ্যই হবে অলিম্পিক, ‘আমাদের পরিকল্পনাই সাজানো হয়েছে সব জায়গায় স্বাস্থ্যগত নিরাপত্তা ঠিক করেই। জাপানের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখোমুখি হতে পারে, এমন শঙ্কা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজানো হয়েছে।’

এদিকে জন কোটস ভার্চুয়াল কনফারেন্স শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেসব অ্যাথলেট অলিম্পিক ভিলেজে  থাকবে, ২৩ জুলাই গেমস শুরুর আগে তাদের ৮০ ভাগকেই ভ্যাকসিন দেওয়া হবে। বিদেশি ডেলিগেটসদের জন্য আলাদা মেডিক্যাল দল কাজ করবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন