নড়াইলে গ্রামবাংলার কবি গানের আসর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৭ ১:৪১ অপরাহ্ণ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে গ্রামবাংলার কবি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। কমিউনিষ্ট কমরেড় হেমন্ত সরকারের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামে আসর অনুষ্ঠিত হয়। বড়েন্দার কমরেড় হেমন্ত সরকারের সমাধী মাঠে মেম্বর সুন্দরী বালা বাগচীর উদ্যোগে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগীতা করেন। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস।

কমরেড হেমন্ত সরকার ১৯১৪ সালের নড়াইলের সদর উপজেলার বড়েন্দার গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতা নেপাল সরকার এবং মাতা তৃনলতা সরকার। তারা ৫ ভাই ও ২ বোন ছিলেন  । তার ছোট দিদি মানষি সরকার ছিলেন তৎকালিন ভারতের মহিলা কমিউনিষ্ট পার্টির এক জন সদস্য। জানা যায় এই দিদির হাত ধরেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। গ্রামের স্কুলেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়।এবং অল্প কিছু দিন লেখাপড়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। কমরেড হেমন্ত সরকার (২৮ ডিসেম্বর ১৯৯৮ ইং) মৃত্যু বরন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন