নোয়াখালীতে সততার পরিচয় দিলেন পুলিশ কনস্টেবল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুলাই, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধিঃ শুক্রবার বিকেল ৪টার দিকে নোয়াখালী পুলিশ লাইন্সের ১ নং গেইটে দায়িত্ব পালন কালে রোডের ওপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন পুলিশ কনস্টেবল সুমন। পড়ে থাকা টাকা গুনে দেখেন বিশ হাজার টাকা।তিনি তাৎক্ষনিক কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন।
 পর এক ব্যক্তি রাস্তায় কিছু খুঁজতে দেখে কনস্টবল সুমন লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি তার কাছে থাকা বিশ হাজার টাকা হারিয়েছেন বলে জানান।
সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানালে তার নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকার সাথে ওই ব্যক্তির টাকার বর্ণনার মিল থাকায় টাকার প্রকৃত মালিক মো. হারুনুর রশিদকে ওই টাকা বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ কনস্টেবল সুমন জানান, টাকাগুলো পেয়ে আমি  ঊর্ধ্বতন অফিসারকে জানাই।পরে প্রকৃত মালিককে ফেরৎ দেয়া হয়।
হারানো টাকা ফেরত পেয়ে হারুনুর রশিদ বলেন, বর্তমান সময়ে সুমনে মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কনস্টেবল সুমন যে সততার পরিচয় দিয়েছে তা বর্তমান সময়ের সৎ ও স্বচ্ছ পুলিশের গুণাবলী। সততার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন