নোয়াখালীতে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ফলে জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩.৫৭ শতাংশ। এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২৭ জন। গতকাল সকালে নোয়াখালীর সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য প্রকাশ করে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১২৫ জন, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ২০ জন, সোনাইমুড়ীর তিনজন, চাটখিলের ছয়জন, সেনবাগের দুজন, কোম্পানীগঞ্জের ২৭ জন ও কবিরহাটের রয়েছে সাতজন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছে দুই হাজার ৫৭৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছে ৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে সাত হাজার ১৩০ জন। ফলে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২.৪৯ শতাংশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন