নোয়াখালীতে একদিনে করোনায় রেকর্ড আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ

নোয়াখালীতে একদিনে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করে এ সংখ্যা পাওয়া যায়। আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার রোববার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত ১১১ জনের মধ্যে নোয়াখালী সদরে ৩২ জন, সূবর্ণচরে একজন, হাতিয়ায় তিনজন, বেগমগঞ্জে ৩৯ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে দুইজন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে ১৫ জন ও কবিরহাটে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদেরকে স্ব স্ব উপজেলায় আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছয় হাজার ২০৬ জন। আক্রান্তের হার শতকরা ৮.৯৯ ভাগ। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫২৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৩ ভাগ। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। আইসোলেশনে আছেন ১৫ জন।

এদিকে করোনায় জেলায় ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। জেলায় এপর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৯২ জন। মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যা নোয়াখালী সদরে ১৩ জন, সূবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ২৯ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে ১০ জন, সেনবাগে ১৪ জন, কোম্পানীগঞ্জে তিনজন ও কবিরহাটে ১৪ জন।

এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ২০৬ জন। উপজেলা ভিত্তিক আক্রান্ত নোয়াখালী সদরে এক হাজার ৯৪৯ জন, সুবর্ণচরে ৩৫৬ জন, হাতিয়ায় ১৩৩ জন, বেগমগঞ্জে এক হাজার ২৮৫ জন, সোনাইমুড়ীতে ৩৭৮ জন, চাটখিলে ২৭৯ জন, সেনবাগে ৩৮৯ জন,
সেনবাগে ৩৮৯জন, কোম্পানীগঞ্জে ৭১৭জন ও কবিরহাটে ৭২০জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন