নোয়াখালীতে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জুন, ২০২০ ১১:১৪ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চার জনসহ জেলায় মোট মারা গেছেন ৩০ জন করোনা রোগী। এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০১ জনে।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৯ টার এসব তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান।

তিনি জানান, গত ১ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজ্জামেল হোসেন। পরে তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হলে গত ৩ জুন আবু তাহেরসহ কয়েকজনের করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন উত্তর সাহপুর গ্রামের বাসিন্দা আবু তাহের। রোববার দুপুর দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, বিকেলে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের একটি স্বেচ্ছাসেবী দল মৃত আবু তাহেরের মরদেহ দাফন সম্পন্ন করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন