নেত্রকোনার ডিসি সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ মার্চ, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও তার স্ত্রী কাজী সুমান্না আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। দুজনই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন।

রোববার সকালে জেলা প্রশাসক কাজী আবদুর রহমান নিজেই মুঠোফোনে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে কোনো লক্ষণই ছিল না। পরবর্তীতে শরীর ব্যথা শুরু হলে করোনার নমুনা পরীক্ষা করাই। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। সবাইকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। কারো শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে। এ বিষয়ে অবহেলা করা যাবে না।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলা প্রশাসক ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণ ছিল। দুজনেই প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নেয়ার পর টিকার কার্যকারিতা শুরু হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন