নারী সম্মানিত হলে সমাজ আলোকিত হবে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০১৯ ৫:২০ অপরাহ্ণ

ক’বছর আগের ঘটনা। সন্ধ্যার পর চেম্বারে কিছু জরুরি কাজ করছিলাম। হুট করে একজন মহিলা ঢুকলেন। তাকিয়ে দেখি ডালিয়া আপা… আমার পূর্ব পরিচিতা! তিনি পদস্থ একজন সরকারি কর্মকর্তা। বেশ ক্ষুব্ধ মনে হচ্ছিল তাকে। কোনোরকম ভূমিকা না করে বললেন, ‘উকিল আপা, আমি একটা রিট করতে চাই।’

আমি তাকে আশ্বস্ত করার মতো একটু হেসে বললাম, ‘অবশ্যই করবেন! কিন্তু বিষয়বস্তু কী?’

ডালিয়া আপা তেমনই ক্ষুব্ধভাবে যে ঘটনা বললেন তা বলছি।

তিনি ওই বার শীতকালীন ছুটি কাটাতে বাগেরহাট গিয়েছিলেন বেড়াতে। বিশ্বের সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের বদৌলতে উপকূলীয় জেলা বাগেরহাট এখন একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তা ছাড়া, হজরত খাজা খানজাহান আলী (র.)-এর পুণ্যভূমি বাগেরহাটে অনেকেই বেড়াতে যান মনের তাগিদে। ডালিয়া আপা একজন ধর্মপ্রাণ নারী। বাগেরহাটে বেড়ানোর কাজ সংক্ষিপ্ত করে জোহরের নামাজ আদায় করতে ষাট গম্বুজ মসজিদে যান। কিন্তু ‘নারী’ বিধায় তাকে মসজিদে ঢুকতে দেয়া হল না। মসজিদের খাদেমরা প্রবল বাধা সৃষ্টি করল। ভদ্র মহিলা খাদেমদের যুক্তি দেখিয়েছেন যে, তিনি তো ঢাকায় মসজিদে গিয়ে মাঝে মধ্যে নামাজ আদায় করে থাকেন। কেউ তো বাধা দেয় না!

খাদেমরা একরোখা! বেয়াদবের মতো বলেছে, ‘আপনি যেসব মসজিদে যান, তারা অন্য তরিকার মুসলমান।’

ডালিয়া আপা অপমানিত হয়ে ফিরে এসেছেন এবং ঘটনার প্রতিবাদে তিনি রিট করতে চান।

আমি তাকে বুঝিয়ে বললাম, ‘আপা, এই ক্ষেত্রে রিট করার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। দেশের প্রচলিত আইন কোনো নারীকে মসজিদে যেতে বিধিনিষেধ আরোপ করেনি। ফলে আপনি কার বিরুদ্ধে রিট করবেন? আর ধর্মও কোনো নারীর প্রতি বৈষম্য করেনি। পবিত্র কোরআন শরিফের সুরা আন্ নিসা, ১২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘পুরুষ অথবা নারীর মধ্যে কেউ সৎ কাজ করলে ও মুমিন হলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও জুলুম করা হবে না।’

যারা আপনাকে মসজিদে নামাজ আদায় করতে বাধা দিয়েছে, তারা না বোঝে ধর্ম, না বোঝে আইন।’

বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ১০-এ স্পস্ট লেখা আছে, ‘Steps shall be taken to ensure participation of women in all spheres of national life…’ অর্থৎ ‘জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর পরও এই দেশে পদে পদে নারীর অধিকার খর্ব হচ্ছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক সহিংসতায় নিরপরাধ নারী হচ্ছে নির্যাতিত। এবারের জাতীয় সংসদ নির্বাচনের পরও এর ব্যতিক্রম ঘটেনি। এর প্রমাণ সুবর্ণচর…! ২০০১ সালের নির্বাচনের পর ওই সময় বাগেরহাটের কোমরপুর গ্রামের ঠাকুুর বাড়িতে

প্রায় সব নারী হয় ধর্ষিত। এমন জঘন্য কাজের পেছনে তথাকথিত কিছু পুরুষের কাপুরুষচিত পাশবিক মানসিকতাই দায়ী।

সেদিনের এক ঘটনা! বনানী থেকে বাসে উঠেছি, মহাখালী যাওয়ার জন্য। বাসে উঠে দেখি, এক যুবক নারীদের জন্য সংরক্ষিত সিট দখল করে দিব্যি বসে আছে। আমি তাকে আসনটি ছেড়ে দিতে অনুরোধ করলাম। ছেলেটি আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, ‘আন্টি, আপনারাই তো বলেন, নারী-পুরুষের সমান অধিকার। এখন পুরুষদের মতো আপনি দাঁড়িয়ে থাকুন। আপনি আলাদা কোনো সিট পাবেন না।’

চলন্ত বাসে আমি ছেলেটিকে আইন বা শিষ্টাচার শিখাতে গেলাম না। শুধু বললাম, ‘তোমার মা’য়ের জন্য আমার করুণা হচ্ছে। … শোনো বাবা, আমি কিন্তু একজন আইনজীবী!’

ছেলেটি আর কথা না বাড়িয়ে সিট ছেড়ে দিল।

এভাবে রাস্তাঘাটে নানাভাবে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। নানাভাবে নারীরা হচ্ছেন ইভটিজিংয়ের শিকার। খুলনা রেলওয়ে স্টেশন সম্পর্কে যারা জানেন, তারা এক বাক্যে মেনে নেবেন, এ প্ল্যাটফর্মটি একজন নারীর জন্য কতটা বিব্রতকর… লজ্জাকর। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দরজা প্রায় এক মাথা উঁচু। ডিঙ্গি দিয়ে ওই উঁচুতে উঠতে একজন নারীকে কতটা ঝুঁকি নিতে হচ্ছে… শাড়ি-কাপড় সামলাতে গিয়েও ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। সরকার একটু সচেষ্ট হলেই কিন্তু প্ল্যাটফর্ম এবং গাড়ির দরজা একই লেভেলে নির্মাণ করতে পারে, যেমন রয়েছে উন্নত বিশ্বে। আমার জানা নেই, এই স্বাধীন দেশে নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো কোন আইনে রাস্তার প্রায় অর্ধেকটা অংশ দখল করে বেরিয়ার দিয়ে রাখে!

২০১৮তে সম্পাদিত- International Labour Organization (ILO)-এর এক রিপোর্টে দেখা যায়, বাংলাদেশে কর্মরত ৮০ শতাংশ নারী, কর্ম ক্ষেত্রে কোনো না কোনোভাবে বৈষম্য এবং নির্যাতনের শিকার হচ্ছেন। এ ছাড়া আছে ডমেস্টিক ভায়োলেন্স! গত ৬ ডিসেম্বর ২০০১৮তে Action aid Bangladesh and Jatizo Nari Nirjaton Protirodh Forum যৌথভাবে Spotlight on Violence Against Women in Bangladesh শীর্ষক এক সার্ভে সম্পাদন করে। ওই সার্ভেতে দেখা যায়, দেশের ৬৬ শতাংশ নারী ডমেস্টিক ভায়োলেন্সের শিকার। এর মধ্যের ৭২ শতাংশ নারীই নীরবে এ ভায়োলেন্স সহ্য করে নেয়। কাউকে কোনো অভিযোগ পর্যন্ত করে না। বাকি ৩২ শতাংশ মামলা বা সালিশির আশ্রয় নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারে না।

এখানেই আমাদের আপত্তি! চুপ করে থাকলে তো চলবে না। প্রতিবাদ করতে শিখতে হবে।

এই দেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং তিনি চারবারের প্রধানমন্ত্রীও বটে। গতবারের সংসদের বিরোধীদলীয় নেতা একজন নারী ছিলেন। বর্তমান স্পিকার একজন নারী। দেশের সংবিধান এবং প্রচলিত আইন, কোনোটাই নারীদের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা নয়। কোথাও নারীকে অবমূল্যায়ন করা হয়নি। এমন অনুকূল পরিবেশে নারীদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

অতি সম্প্রতি দেশের কয়েকজন নারী অফিসার লে. কর্নেল পদে উন্নীত হয়েছেন। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। তাকে অনুসরণ করে বর্তমানে একাধিক নারী-বিচারপতি দক্ষতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। ডালিয়া আপাকে জানাই, ষাট গম্বুজ মসজিদে এখন মেয়েদের নামাজ আদায় করার ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাধীন এই বাংলাদেশে নারীদের অর্জন অনেক। মনে রাখতে হবে, ধর্ম, রাষ্ট্র এবং এই রাষ্ট্রের আইন, সব সময়ই নারীদের সঙ্গে রয়েছে। তাই গুটিকয়েক কুরুচিপূর্ণ কাপুরুষের কাছে হেরে গেলে চলবে না। যেখানে নারীরা নির্যাতিত হবে, নারীর অধিকার ভূলুণ্ঠিত হবে, সেখানেই গড়ে তুলতে হবে প্রতিরোধ। শপথ এবং স্লোগান!

লেখক : আইনজীবী

মতামতের জন্য সম্পাদক দায়ী নন