নারী অধিকারকর্মীকে ৬ বছরের কারাদণ্ড দিলেন সৌদি আদালত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

সৌদি আরবের সুপরিচিত একজন নারী অধিকারকর্মী লুজাইন আল-হাথলুলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে লুজাইনের পরিবার।

২০১৮ সালে বেশ কয়েকজন নারী অধিকারকর্মীর সঙ্গে ৩১ বছরের লুজাইনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

লুজাইনের বোন লিনা জানিয়েছেন, ২০১৮ সালের ১৫ মে থেকে কারাগারে রয়েছেন লুজাইন। এ কারণে আদালত পাঁচ বছর আট মাসের সাজার মধ্যে দুই বছর ১০ মাসের মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে আদালত।

তিনি জানান, লুজাইনের বিরুদ্ধে পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। রায় ঘোষণার পর তার বোন কেঁদেছিলেন।

লিনা বলেন, ‘আমার বোন সন্ত্রাসী নয়, তিনি একজন অধিকার কর্মী।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন