নাইজেরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৬০

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৪:০১ অপরাহ্ণ

করোনা আতঙ্কের মাঝেই নাইজেরিয়ায় জোড়া জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ২০ জন সেনা সদস্যসহ ৬০ জনের মৃত্যু হযেছে। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। হামলার ঘটনা দুটি ঘটেছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের মনগুনো ও নানঝাই জেলায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় সময় ১১টায় রকেট লঞ্চারসহ প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মনগুনোয় হামলা চালায় জঙ্গিরা। তিনঘণ্টা ধরে গোটা এলাকা ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রকেট লঞ্চারও ছোড়ে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে। এর ফলে কমপক্ষে ২০ জন সেনা মৃত্যু হয়। উভয়পক্ষের গোলাগুলি জখম হন অনেক সাধারণ মানুষ।

প্রায় একই সময় জঙ্গিদের আরেকটি দল বাইক নিয়ে এসে হামলা চালায় নাইঝাই জেলার একটি জনবসতি এলাকায়। এর ফলে সেখানকার প্রায় ৪০ জনের মৃত্যু হয়। এর পাশাপাশি স্থানীয় ভাষায় সেখানে লিফলেট বিলি করে জঙ্গিরা। তাতে সেনা বাহিনীর সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখতে ও তাদের সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে। অন্যথায় ফের হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন