নববর্ষকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২১ ১২:১৩ পূর্বাহ্ণ

ইংরেজী নববর্ষ ২০২১ কে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ টুর্নামেন্ট হয়।

 

আয়োজকরা জানিয়েছে, নববর্ষ উপলক্ষে জেলা ছাত্রলীগ নেতা সজিব পাটওয়ারীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার ৩২ টি দল নিবন্ধন করেছে।

 

প্রতিদিন ৪ টি দল খেলায় অংশগ্রহণ করবেন। উদ্বোধনী ম্যাচে রামগঞ্জ সরকারি কলেজ ও ওসমানিয়া ইয়ুথ অংশগ্রহণ নেয়। ফাইনালে বিজয়ী দল ৪২ ইঞ্চি ও রানার্সাপ ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার পাবে।

 

উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক সলিম উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) জসিম উদ্দিন। খেলার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

 

এসময় উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবুসহ অনেকে।

 

বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটায়। শিশু-কিশোরদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। এতে শিশু-কিশোররা মাদকসহ খারাপ কাজ থেকে দূরে থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন