নবজাতকের নাম রাখা হয়েছে ‘লকডাউন’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অনেক দেশের মতোই ভারতেও চলছে ‘লকডাউন’। এর মধ্যেই ভারতের উত্তর প্রদেশে দেওরিয়া নামক এলাকায় গত সোমবার জন্ম নেওয়া এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘লকডাউন’।

‘লকডাউন’—শব্দটির সঙ্গে দেশ-বিদেশের সব মানুষই এখন কমবেশি পরিচিত। শব্দটির আভিধানিক অর্থ তালাবদ্ধ করে রাখা বা অবরুদ্ধ বা প্রিজনে রাখা। অর্থাৎ জরুরি কোনো পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে কোনো জায়গা থেকে বের হতে না দেওয়া বা সেই জায়গায় প্রবেশে বাধা দেওয়ার নামই লকডাউন।

ভারতীয় গণমাধ্যমকে নবজাতকের বাবা পবন বলেন, ‘মহামারি করোনাকে রুখতে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে। কিন্তু উত্তর প্রদেশের অনেকেই তা মানতে চাচ্ছে না। অথচ সরকারের এই সঠিক পদক্ষেপে আমাদের উচিত সহায়তা করা, নির্দেশ মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তান জন্মদান করলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নিই।’ সূত্র : বাংলা হান্ট, ইন্ডিয়া রাগ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন