নতুন এক ইতিহাস গড়ে ফেললো বাংলাদেশি বোলাররা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: দ্বিতীয় টেস্টে বাংলাদেশি স্পিনাররা রীতিমতো নাকানি-চুবানি খাওয়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। স্কোরবোর্ডে মাত্র ২৯ রান যোগ করতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে। 

তবে এখানেই নতুন এক ইতিহাস গড়ে ফেললো বাংলাদেশি বোলাররা। আলাদা করে বলতে গেলে বাংলাদেশি স্পিনাররা। কেননা এই টেস্টে বাংলাদেশের হয়ে কোনো নিয়মিত পেসার যে খেলছেনই না। ক্যারিবীয়দের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানই আজ ফিরেছেন বোল্ড হয়ে। সাকিব আর মিরাজের স্পিন ঘূর্ণিতে উইন্ডিজ ব্যাটসম্যানরা রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে বোল্ড হচ্ছিলেন।

এর আগে এমন ঘটনা শেষবার ঘটেছিল ১৮৯০ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে। ওভালে ওই টেস্টে সেবার ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে প্রথম পাঁচ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানই ফিরে যান বোল্ড হয়ে।

আর এমন ঘটনা প্রথম ঘটেছিল এই ইংল্যান্ড-অস্ট্রেলিয়াদের মাঝেই। ১৮৮৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশদের প্রথম পাঁচ ব্যাটসম্যান ফেরেন বোল্ড হয়ে।

তবে বাংলাদেশের এই কীর্তি ছোঁয়ায় একটু বেশিই বিশেষত্ব আছে। এই প্রথম টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানই স্পিনারদের বলে বোল্ড হলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন