দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১:১১ অপরাহ্ণ

গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। অফিসে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এদিকে দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ থাকায় প্রশাসিনক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম জানান, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে হল নির্মাণ করা হচ্ছে এতে আন্দোলন করার কোনো সুযোগ নেই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন