দেশে আরো ৪ করোনারোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪৮

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ

দেশে আরো ৪ করোনারোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এদরে মধ্যে দুই জন ডাক্তারও রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা ৫ লাখেরও বেশি।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন। যাদের মধ্যে ১৯ হাজার ৩৫৭ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ লাখ ৬৪ হাজার ৩৮৪ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ পর্যন্ত করোনায় ১৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে, সুস্থ্ হয়েছেন ৮৪ শতাংশ মানুষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন