দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জুলাই, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান (৩০), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ বারাহি নগর গ্রামের এছাক বেপারির বাড়ির মফিজ উল্যার মেঝো ছেলে।

রোববার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় বিকেল সাড়ে ৪টার দিকে জেমস টাউনের আলিয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম জানান, বড় ভাই আব্দুল হালিমের সাথে জেমস টাউনে সে বসবাস ও ব্যবসা করতো। ব্যবসায়ীক কাজে নিজ গাড়ি করে যাওয়ার পথে জেমস টাউনএর আলিয়ানা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হলে গাড়িতেই তার মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন