তোরাবগঞ্জে রাখা আছে চাল টমেটো পেঁয়াজ সাবান, নিচ্ছে অসহায়রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজন অনুযায়ী নিজেদের খাদ্য সামগ্রী নিচ্ছেন নিজেরাই। যার যা প্রয়োজন তা নিচ্ছেন নিজেই। লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন এ উদ্যোগ নিয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষদের সামনে চাল,সাবান, পেঁয়াজ টমেটো বিনামূল্যে দেয়া হয়েছে। চেয়ারম্যান রতনের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিনামূল্যে দেয়া হয়। এতে গৃহবন্দি মানুষগুলো যার যা প্রয়োজন তা নিয়েছে।

 

জানতে চাইলে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন মোহনানিউজকে জানান, আমার নিজ অর্থায়নে কর্মহীন মানুষদের জন্য এ উদ্যোগ নিয়েছি। সপ্তাহে অন্তত একদিন পরিষদের সামনে খাদ্য সামগ্রী রাখা হবে। যার যা প্রয়োজন তা বিনামূল্যে নিয়া যাবে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন