তুই থেকে তুমিতে মম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মার্চ, ২০১৯ ৫:২৮ অপরাহ্ণ

একজন ভালো বন্ধু একসময় হয়ে যায় জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বন্ধু মানে জীবনসঙ্গী নয়, এমন বাক্য মুখে বললেও অনেক সময় মনের দিক থেকে মেনে নেয়া সম্ভব হয় না। বন্ধু থেকে জীবনসঙ্গী এবং যাকে জীবনের অনেকটা সময় তুই করে বলতে হল, তাকেই হঠাৎ তুমি করে বলতে গিয়ে খুনসুটি করার গল্প নিয়েই নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘তুই থেকে তুমি’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম। সহশিল্পী ছিলেন জোভান। এতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘সত্যিই ভালো লাগার একটি গল্প। অভিনয় করতে গিয়েও উপভোগ করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। এছাড়াও মম সম্প্রতি ঈদের জন্য নির্মিত কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন