ঢাকায় নাশকতার ২৫ মামলা, শিবির নেতা ধরা রামগঞ্জে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিস্ফোরক ও নাশকতাসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালত সৌপর্দ করে পুলিশ। এর আগে ভোরে উপজেলার রতনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল রামগঞ্জ উপজেলা শিবিরের সাথী পদে দায়িত্বে রয়েছে। তিনি উপজেলার হরিশ্চর গ্রামের আবুল খায়েরের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, সাইফুল শিবিরের সক্রিয় নেতা। বিভিন্ন আন্দোলনে সড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি জড়িত। এ ঘটনায় রামগঞ্জ থানায় তার বিরুদ্ধে অন্তত ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬ টি মামলার এজাহারে তার নাম উল্লেখ আছে। ২০১৮ সাল থেকে সাইফুল পলাতক ছিলো। রোববার ভোরে রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে ২৫ মামলার পলাতক আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে। সাইফুল শিবিরের সাথী পদে থেকে নাশকতার নেতৃত্ব দিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন