ডাক্তার-নার্সদের বের করতে চাওয়া বাড়িওয়ালাদের সম্পদের উৎস খতিয়ে দেখবে দুদক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ৪:৪৯ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে যেসব বাড়িওয়ালা নিগৃহীত/বের করে দিতে চাইছেন সেসব বাড়িওয়ালার সম্পদের অনুসন্ধান করা হবে বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান আরও জানান, ‘আমরা স্পেসিফিক যদি জানতে পারি কোন ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেয়া হচ্ছে, আমরা এ সকল বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমাদের আওতায় যে সকল আইন আছে সে সকল আইন আরা প্রয়োগ করবো। আর কেউ যদি মনে করে আজকের দিনই শেষদিন, না আজকের দিন শেষদিন নয়, সামনে দিন আছে। আমরা নোট রাখছি, এগুলো যারা করছে তাদের বাড়ির হিসেব আমরা গ্রহণ করবো, বাড়ি কিভাবে বানালেন। তখন আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো।’

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫০ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা ১,২৩১ জন। এরমধ্যে চিকিৎসকই আছেন ৫৪ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন